গীতসংহিতা 59:6-10 পবিত্র বাইবেল (SBCL)

6. তারা সন্ধ্যাবেলায় ফিরে আসে, কুকুরের মত চিৎকার করে,আর শহরের সব জায়গায় ঘুর ঘুর করে বেড়ায়।

7. দেখ, তারা মুখ দিয়ে কি সব কথা বের করছে,তাদের ঠোঁট থেকে যেন তলোয়ার বের হচ্ছে;তারা বলছে, “আমাদের কথা কেউ শুনতে পাবে না।”

8. কিন্তু হে সদাপ্রভু, তাদের দেখে তুমি হাসছআর সেই সব জাতিকে বিদ্রূপ করছ।

9. তারা শক্তিশালী বলে আমি তোমার অপেক্ষায় থাকব,কারণ হে ঈশ্বর, তুমিই আমার দুর্গ।

10. ঈশ্বর তাঁর অটল ভালবাসার জন্য আমার কাছে আসবেন,আমার শত্রুদের পরাজয় আমাকে দেখতে দেবেন।

গীতসংহিতা 59