গীতসংহিতা 57:1-2 পবিত্র বাইবেল (SBCL)

1. আমার প্রতি দয়া কর; হে ঈশ্বর, আমার প্রতি তুমি দয়া কর,কারণ তোমার মধ্যেই আমি আশ্রয় নিয়েছি।তোমার ডানার ছায়ার আশ্রয়ে আমি থাকবযতদিন না আমার উপর থেকে এই বিপদের ঝড় সরে যায়।

2. আমি মহান ঈশ্বরকে ডাকব;যিনি আমাকে দেওয়া তাঁর সব কথাই রক্ষা করেনআমি তাঁকেই ডাকব।

গীতসংহিতা 57