গীতসংহিতা 56:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. হে ঈশ্বর, আমার প্রতি দয়া কর, কারণ লোকে আমাকে তাড়া করে বেড়াচ্ছে;সব সময় যুদ্ধ করে তারা আমাকে কষ্ট দিচ্ছে।

2. আমার শত্রুরা সব সময় আমাকে তাড়া করে বেড়াচ্ছে;অনেকে অহংকারের বশে আমার সংগে যুদ্ধ করছে।

3. অন্তরে ভয় জাগলে আমি তোমার উপর নির্ভর করব।

4. যাঁর বাক্যের গুণ আমি গাই,সেই ঈশ্বরের উপরে, হ্যাঁ, সেই ঈশ্বরের উপরেই আমি নির্ভর করি;আমি ভয় করব না, মানুষ আমার কি করতে পারে?

গীতসংহিতা 56