গীতসংহিতা 55:8-10 পবিত্র বাইবেল (SBCL)

8. আমার আশ্রয়-স্থানে আমি ছুটে যেতাম,ঝোড়ো বাতাস থেকে দূরে চলে যেতাম।”

9. হে প্রভু, তুমি তাদের উপর ধ্বংস নিয়ে এস,তাদের ভাষায় গোলমাল লাগিয়ে দাও;আমি শহরে মারামারি আর ঝগড়া-বিবাদ দেখতে পাচ্ছি।

10. তারা যেন কিসের খোঁজেদিনরাত শহরের দেয়ালের উপর ঘুরে বেড়ায়।দুষ্টতা আর অন্যায় কাজ শহরের মধ্যে চলছে।

গীতসংহিতা 55