গীতসংহিতা 54:1-6 পবিত্র বাইবেল (SBCL)

1. হে ঈশ্বর, তোমার ক্ষমতা দ্বারা তুমি আমাকে উদ্ধার কর;আমি যে ন্যায়পথে আছিতা তোমার শক্তির দ্বারা তুমি দেখিয়ে দাও।

2. হে ঈশ্বর, তুমি আমার প্রার্থনা শোন,আমার মুখের কথায় কান দাও।

3. অন্য জাতির লোকেরা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে;অত্যাচারীরা আমার প্রাণ নেবার চেষ্টা করছে;ঈশ্বরের প্রতি এই লোকদের কোন ভক্তি নেই। [সেলা]

4. ঈশ্বরই আমাকে সাহায্য করেন;প্রভুই আমাকে ধরে রাখেন।

5. শত্রুরা আমার যে অমংগল করেছেতা তিনি তাদের ঘাড়েই ফিরিয়ে দেবেন;হে প্রভু, তোমার বিশ্বস্ততায় তুমি তাদের ধ্বংস করে দাও।

6. আমি নিজের ইচ্ছায় তোমার উদ্দেশে পশু উৎসর্গ করব;হে সদাপ্রভু, আমি তোমার গৌরব করব, কারণ তুমি মংগলময়।

গীতসংহিতা 54