15. হে প্রভু, আমার মুখ খুলে দাও,আমি তোমার প্রশংসা প্রচার করব।
16. পশু-উৎসর্গে তো তুমি খুশী হও না, হলে আমি তা করতাম;পোড়ানো-উৎসর্গেও তুমি সন্তুষ্ট হও না।
17. ভাংগাচোরা অন্তরই ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ;হে ঈশ্বর, নত এবং নম্র মনকে তুমি তুচ্ছ করবে না।
18. তোমার মংগল ইচ্ছায় তুমি সিয়োনের মংগল কর;তুমি যিরূশালেমের দেয়াল তোলার কাজ চালিয়ে যাও।