1. হে ঈশ্বর, তোমার অটল ভালবাসার জন্য আমার প্রতি দয়া কর;তোমার অসীম করুণার জন্যতোমার প্রতি আমার সব বিদ্রোহ ক্ষমা কর।
2. আমার সব অন্যায় তুমি ধুয়ে ফেল;আমার পাপ থেকে আমাকে শুচি কর।
3. আমার সব বিদ্রোহের কথা আমার চেতনায় রয়েছে;আমার পাপ সব সময় আমার মনে রয়েছে।
4. তোমার বিরুদ্ধে, কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছিআর তোমার চোখে যা খারাপ তা-ই করেছি।কাজেই তোমার রায় ঠিক, তোমার বিচার নিখুঁত।
5. হ্যাঁ, জন্ম থেকেই আমি অন্যায়ের মধ্যে আছি;পাপের অবস্থাতেই আমি মায়ের গর্ভে ছিলাম।
6. তুমি অন্তরের মধ্যে সত্য দেখতে চাও;তুমিই আমার অন্তরের গভীরে জ্ঞান দাও।
7. এসোব গাছের ডাল দিয়ে তুমি আমাকে শুচি কর,তাতে আমি শুচি হব;আমাকে ধূয়ে নাও, তাতে আমি ধব্ধবে সাদা হব।
8. আমাকে খুশীর আওয়াজ ও আনন্দধ্বনি শুনতে দাও;তোমার চুরমার করা আমার এই হাড়গুলো আনন্দ করুক।