7. “হে আমার লোকেরা, শোন, আমি কথা বলছি;হে ইস্রায়েল, আমি তোমার বিপক্ষে সাক্ষ্য দিচ্ছি;আমি ঈশ্বর, তোমারই ঈশ্বর।
8. তোমার পশু-উৎসর্গ নিয়ে আমি তোমাকে দোষী করছি না;তোমার পোড়ানো-উৎসর্গ সব সময়ই তো আমার সামনে রয়েছে।
9. তোমার গোয়ালের কোন ষাঁড়ের আমার দরকার নেই,তোমার খোঁয়াড়ের ছাগলও নয়;
10. কারণ বনের সব প্রাণীই আমার,অসংখ্য পাহাড়ের উপরে ঘুরে বেড়ানো পশুও আমার।
11. এমন কি, পাহাড়ের সব পাখীও আমার জানা আছে,মাঠের সব প্রাণীও আমার।
12. আমার খিদে পেলেও আমি তোমাকে বলতাম না,কারণ পৃথিবী আমারআর তার মধ্যে যা কিছু আছে সবই আমার।
13. তুমি কি মনে কর ষাঁড়ের মাংস আমার খাবার?ছাগলের রক্ত কি আমি খাই?
14. ঈশ্বরের কাছে তোমার ধন্যবাদই তোমার উৎসর্গ হোক;সেই মহানের কাছেই তোমার সব মানত পূরণ করতে থাক।