10. কারণ বনের সব প্রাণীই আমার,অসংখ্য পাহাড়ের উপরে ঘুরে বেড়ানো পশুও আমার।
11. এমন কি, পাহাড়ের সব পাখীও আমার জানা আছে,মাঠের সব প্রাণীও আমার।
12. আমার খিদে পেলেও আমি তোমাকে বলতাম না,কারণ পৃথিবী আমারআর তার মধ্যে যা কিছু আছে সবই আমার।
13. তুমি কি মনে কর ষাঁড়ের মাংস আমার খাবার?ছাগলের রক্ত কি আমি খাই?
14. ঈশ্বরের কাছে তোমার ধন্যবাদই তোমার উৎসর্গ হোক;সেই মহানের কাছেই তোমার সব মানত পূরণ করতে থাক।
15. তোমার বিপদের দিনে তুমি আমাকে ডেকো;আমি তোমাকে উদ্ধার করবআর তুমি আমাকে সম্মান করবে।”
16. কিন্তু ঈশ্বর দুষ্ট লোকদের এই কথা বলেন,“আমার আইন-কানুনের কথা বলারকিম্বা আমার ব্যবস্থার কথা মুখে আনারতোমার কি অধিকার আছে?
17. তুমি তো আমার শাসন ঘৃণা করআর আমার কথার ধার ধারো না।
18. চোরকে দেখলে তুমি তাকে সায় দাও,ব্যভিচারীদের সংগে মেলামেশা কর।
19. মন্দ কথায় তোমার মুখ খোলা,তোমার জিভ্ ছলনার বশে থেকে কথা বলে।
20. তুমি বসে বসে তোমার নিজের ভাইয়ের বিরুদ্ধেকথা বলে থাক আর তার নিন্দা কর।
21. এ সবই তুমি করেছ, কিন্তু আমি মুখ খুলি নি;তুমি ভেবেছ আমি তোমারই মত একজন,কিন্তু আমি তোমার দোষ দেখিয়ে দেবআর তোমার সব কিছু তোমার চোখের সামনে পর পর তুলে ধরব।
22. “তোমরা যারা ঈশ্বরকে ভুলে গেছ কথাটা একবার ভেবে দেখো;তা না হলে আমি তোমাদের ছিঁড়ে টুকরা টুকরা করে ফেলব,তোমাদের বাঁচাবার কেউ থাকবে না।