গীতসংহিতা 5:1-4 পবিত্র বাইবেল (SBCL)

1. হে সদাপ্রভু, আমার কথায় কান দাও,আমার অন্তরের আকুলতা দেখ।

2. হে আমার রাজা, হে আমার ঈশ্বর,তোমার সাহায্যের জন্য আমার কান্না তুমি শোন,কারণ আমি তোমারই কাছে প্রার্থনা করছি।

3. হে সদাপ্রভু, প্রতিদিন সকাল বেলায়তুমি আমার কথা শুনতে পাও।সকাল বেলায় আমি তোমার সামনেআমার প্রার্থনার ডালি সাজিয়ে রাখিআর আশা নিয়ে চেয়ে থাকি।

4. হে ঈশ্বর, তুমি অন্যায়ে আনন্দিত হওয়ার ঈশ্বর নও;মন্দ লোকেরা তোমার সামনে থাকতে পারে না।

গীতসংহিতা 5