1. হে সমস্ত জাতি, তোমরা এই কথা শোন; যারা এই জগতে বাস করছ তোমরা সবাই কান দাও;
2. উঁচু-নীচু, ধনী-গরীব, তোমরা সবাই শোন।
3. আমার মুখ থেকে জ্ঞানের কথা বেরিয়ে আসবে;আমার অন্তরের গভীর চিন্তা বুঝবার ক্ষমতা দেবে।
4. আমি শিক্ষা-ভরা উদাহরণে মন দেব;বীণার সংগে গান গেয়ে তার গভীর বিষয় ব্যাখ্যা করব।
10. জ্ঞানী লোকও যে মারা যায় তা কারও অজানা নেই;যাদের বিবেচনা নেই আর যাদের অন্তর অসাড়তারা একইভাবে ধ্বংস হয়;তাদের ধন তারা অন্যদের জন্য রেখে যায়।
11. তারা ভাবে তাদের ঘর-বাড়ী চিরস্থায়ী,তাদের বাসস্থান বংশের পর বংশ ধরেই থাকবে,তাই নিজেদের নামেই তারা সম্পত্তির নাম দেয়।
12. কিন্তু মানুষ ধনী-মানী হয়েও চিরস্থায়ী নয়;সে পশুদের মতই ধ্বংস হয়ে যাবে।
13. যারা নিজের উপর নির্ভর করে,আর তাদের পরে যারা তাদের কথায় সায় দিয়ে চলে,তাদের দশাও তা-ই হবে। [সেলা]
14. ভেড়ার পাল্কে যেমন নির্দিষ্ট করা খোঁয়াড়ে নিয়ে যাওয়া হয়,তেমনি নির্দিষ্ট করা মৃতস্থানেসেই লোকদেরও নিয়ে যাওয়া হবে;সেখানে মৃত্যুই তাদের রাখাল হবে।নতুন দিনের শুরুতে ঈশ্বরভক্ত লোকেরাতাদের উপর জয়ী হবে;মৃতস্থান তাদের দেহ খেয়ে ফেলবে;তাদের বাসস্থান বলতে আর কিছু থাকবে না।
15. কিন্তু মৃতস্থানের হাত থেকে ঈশ্বরই মুক্তির মূল্য দিয়েআমাকে মুক্ত করে নেবেন;তিনি আমাকে তাঁর নিজের কাছে নিশ্চয়ই নেবেন। [সেলা]
16. অন্যে ধনী হয়েছে দেখে ভয় পেয়ো না,ভয় পেয়ো না তার পরিবারের ধন-সম্পদ বেড়ে গেলে;
17. কারণ সে মরণকালে কিছুই সংগে নিয়ে যাবে না,তার ধন-সম্পদ তার সংগে মৃতস্থানে যাবে না।