1. আমাদের ঈশ্বরের শহরে, তাঁর পবিত্র পাহাড়ে,সদাপ্রভু মহান ও সবচেয়ে বেশী প্রশংসার যোগ্য।
2. ঈশ্বরের বাসস্থান ঐ সিয়োন পাহাড়,উঁচুতে স্থাপিত মহান রাজার ঐ শহর দেখতে সুন্দর;সারা দুনিয়াকে তা আনন্দ দেয়।
3. সেই শহরের রাজবাড়ীর দালান-কোঠায়ঈশ্বর নিজেকে দুর্গ হিসাবে প্রকাশ করেছেন।
4. রাজারা তাদের সৈন্যদল জড়ো করে একসংগে এগিয়ে গেল;
5. তারা সেই শহরটাকে দেখে আঁত্কে উঠলআর ভীষণ ভয়ে পালিয়ে গেল।
6. ভয়ে সেখানে তাদের কাঁপুনি ধরে গিয়েছিলআর প্রসবকারিণী স্ত্রীলোকের মত যন্ত্রণা হয়েছিল।
7. যেমন করে জোরালো পূবের বাতাস দিয়েতিনি বড় বড় তর্শীশ-জাহাজ ভেংগে ফেললেন,তেমনি করেই তিনি তাদের ধ্বংস করলেন।