4. তিনিই আমাদের সম্পত্তি বাছাই করে রেখেছেন;তা তাঁর ভালবাসার পাত্র যাকোবের গর্বের বিষয়। [সেলা]
5. ঈশ্বর আনন্দধ্বনির মধ্যে উপরে উঠে গেছেন,সদাপ্রভু তূরীর ধ্বনির মধ্যে উঠে গেছেন।
6. ঈশ্বরের উদ্দেশে প্রশংসার গান গাও,প্রশংসার গান গাও;আমাদের রাজার উদ্দেশে প্রশংসার গান গাও,প্রশংসার গান গাও।
7. ঈশ্বরই সারা দুনিয়ার রাজা;তাঁর উদ্দেশে এক বিশেষ রকমের প্রশংসা-গান কর।