গীতসংহিতা 45:6-9 পবিত্র বাইবেল (SBCL)

6. হে ঈশ্বর, তোমার সিংহাসন চিরস্থায়ী;তোমার শাসন ন্যায়ের শাসন।

7. তুমি ন্যায় ভালবাস আর অন্যায়কে ঘৃণা কর;সেজন্য ঈশ্বর, তোমার ঈশ্বর, তোমার সংগীদের চেয়েঅনেক বেশী আনন্দ তেলের মত করে তোমার উপর ঢেলে দিয়েছেন।

8. গন্ধরস, অগুরু আর দারচিনির গন্ধেতোমার রাজপোশাক সুগন্ধময় হয়েছে;হাতীর দাঁত বসানো রাজবাড়ীতে তারযন্ত্রের যে বাজনা বাজেতা তোমাকে আনন্দ দেয়।

9. তোমার সম্মানিত মহিলাদের মধ্যে রাজকন্যারা আছেন,আর রাজ-কনে ওফীর দেশের সোনা দিয়ে সেজেতোমার ডান দিকে রয়েছেন।

গীতসংহিতা 45