11. তাহলে রাজা তোমার সৌন্দর্যে ধরা দেবেন;তিনিই তোমার মনিব, তাঁকে নত হয়ে প্রণাম কর।
12. সোর শহরের লোকেরা উপহার নিয়ে আসবে;খুব ধনী লোকেরা তোমার দয়া চাইবে।
13. রাজবাড়ীতে রাজ-কনেকে চমৎকার দেখাবে;তাঁর পোশাকে সোনার সুতা বোনা রয়েছে।
14. নক্শা তোলা পোশাকে তাঁকে রাজার কাছে নিয়ে যাওয়া হবে;তাঁর পিছে থাকা কুমারী সংগিনীদেরওতোমার কাছে নিয়ে যাওয়া হবে।
15. আনন্দ ও উৎসব করতে করতে তাঁদের নিয়ে যাওয়া হবে;তাঁরা রাজবাড়ীতে গিয়ে ঢুকবেন।
16. তোমার পূর্বপুরুষদের জায়গা তোমার ছেলেরা নেবে;মানুষের মধ্যে তুমি তাদের শাসনকর্তা করবে।