1. হে ঈশ্বর, অনেক অনেক দিন আগে আমাদের পূর্বপুরুষদের সময়ে তুমি যা করেছসেই সম্বন্ধে তাঁদের কথা আমরা নিজের কানে শুনেছি।
2. তুমি নিজের হাতে অন্যান্য জাতিদের তাড়িয়ে দিয়েসেই জায়গায় আমাদের পূর্বপুরুষদের বসিয়েছিলে;তুমি সেই সব লোকদের উপর সর্বনাশ এনেছিলেআর আমাদের পূর্বপুরুষদের বেড়ে উঠতে দিয়েছিলে।
3. তাঁরা নিজেদের তলোয়ার দিয়ে এই দেশ দখল করেন নি,নিজেদের শক্তিতে জয়লাভও করেন নি;তোমার শক্তি, হ্যাঁ, তোমার মহাশক্তি,আর তোমার উপস্থিতির মহিমাই তা করেছিল,কারণ তাঁদের উপর তোমার দয়া ছিল।
4. হে ঈশ্বর, তুমিই আমার রাজা;যাকোবের জয়ের ব্যবস্থা তুমিই কর।
5. আমাদের শত্রুদের আমরা তোমারই শক্তিতে পিছু হটাব;যারা আমাদের বিরুদ্ধে উঠবেতোমার জোরেই তাদের পায়ে মাড়াব।
6. আমার ধনুকের উপর আমি নির্ভর করি না,আমার তলোয়ার আমাকে জয় দান করতে পারে না;
7. কিন্তু তুমিই শত্রুদের উপর আমাদের জয়ী করেছ,আমাদের বিপক্ষদের লজ্জায় ফেলেছ।
8. ঈশ্বরকে নিয়েই আমরা সব সময় গর্ব করে এসেছি;চিরকাল আমরা তোমার গৌরব করব। [সেলা]
15-16. যারা আমার নিন্দা ও বদনাম করে তাদের কথার জন্য,আর যে শত্রুরা আমার উপরপ্রতিশোধ নেবার জন্য বসে আছে তাদের জন্য,একটা অপমানবোধ সব সময় আমার মনে লেগেই আছে;আমি লজ্জায় ডুবে আছি।