গীতসংহিতা 40:4-8 পবিত্র বাইবেল (SBCL)

4. ধন্য সেই লোক,যে সদাপ্রভুর উপর নির্ভর করে,যে তাদের দিকে ফেরে নাযারা অহংকারী আর মিথ্যার মধ্যে থাকে।

5. হে আমার ঈশ্বর সদাপ্রভু,অসংখ্য তোমার আশ্চর্য কাজ!কেমন পরিকল্পনা করেছ আমাদের জন্য!আমি তা ঘোষণা করতে গেলে, বলতে গেলে,কখনও শেষ হবে না।কে আছে তোমার মত?

6. পশু ও অন্যান্য উৎসর্গ তুমি চাও না,পোড়ানো ও পাপ-উৎসর্গেও তোমার দরকার নেই;কিন্তু তোমার কথা শোনার কান তুমি আমাকে দিয়েছ।

7. সেজন্য আমি বলেছিলাম, “এই যে আমি এসেছি;শাস্ত্রে আমার আসার বিষয় লেখা আছে।

8. হে আমার ঈশ্বর, তোমার ইচ্ছামত চলাই আমার আনন্দ;তোমার সব নির্দেশ আমার অন্তরে আছে।”

গীতসংহিতা 40