6. আমি কুঁজো হয়ে গেছি, একেবারে নূয়ে পড়েছি;সারা দিন আমি মনে দুঃখ নিয়ে বেড়াই।
7. আমার কোমরে জ্বালাময় ব্যথা হয়েছে,আমার দেহ স্বাস্থ্যহীন।
8. আমি দুর্বল হয়ে গেছি, একেবারে ভেংগে পড়েছি,অন্তরের যন্ত্রণায় আমি কাতরাচ্ছি।
9. হে প্রভু, আমার সমস্ত কামনা-বাসনা তোমার জানা আছে;আমার দীর্ঘনিঃশ্বাস তোমার কাছ থেকে লুকানো নেই।
10. আমার বুক ধুক্ধুক্ করছে, আমার শক্তি চলে গেছে,এমন কি, আমার চোখও আঁধার হয়ে গেছে।