18. আমার দোষ আমি স্বীকার করছি;আমার পাপের জন্য আমার মন দুশ্চিন্তায় ভরা।
19. আমার শত্রুরা সতেজ ও শক্তিশালী;যারা অকারণে আমাকে ঘৃণা করে তারা অনেক।
20. আমি তাদের যে মংগল করিতার বদলে তারা আমার অমংগল করে;আমি যখন ভালোর খোঁজ করিতখন তারা আমার বিরুদ্ধে দাঁড়ায়।
21. হে সদাপ্রভু, আমাকে ত্যাগ কোরো না;হে আমার ঈশ্বর, আমার কাছ থেকে দূরে থেকো না।