12. আমাকে যারা মেরে ফেলতে চায়তারা আমার জন্য ফাঁদ পেতেছে;যারা আমার ক্ষতি করতে চায়তারা আমাকে ধ্বংসের ভয় দেখায়;সারা দিন তারা কেবল আমাকে ঠকাবার ফন্দি আঁটে।
13. আমি যেন বয়রা হয়ে গেছি, কিছুই শুনি না;যেন বোবা হয়ে গেছি, কিছুই বলি না।
14. যে শোনে না আর যার মুখে কোন আপত্তি নেই,আমি তার মতই হয়েছি।
15. হে সদাপ্রভু, আমি তোমার দিকে চেয়ে আছি;হে প্রভু, আমার ঈশ্বর, আমার উত্তর তুমিই দেবে;
16. কারণ আমি বলেছিলাম, “যখন আমার পা পিছ্লে যাবেতখন তা নিয়ে তুমি ওদের আনন্দ করতে দিয়ো না,আমার বিরুদ্ধে বড়াই করতে দিয়ো না।”
17. আমি তো প্রায় পড়েই যাচ্ছি;আমার কষ্টের কথা সব সময় আমার মনে জাগছে।
18. আমার দোষ আমি স্বীকার করছি;আমার পাপের জন্য আমার মন দুশ্চিন্তায় ভরা।