গীতসংহিতা 37:8-17 পবিত্র বাইবেল (SBCL)

8. রাগ করা বন্ধ কর, মেজাজ দেখানো ত্যাগ কর;উতলা হোয়ো না, কারণ তা তোমাকেকেবলই মন্দের দিকে নিয়ে যাবে।

9. দুষ্ট লোকদের ধ্বংস করা হবে,কিন্তু সদাপ্রভুর উপর যারা আশা রাখেতারা দেশের দখল পাবে।

10. আর কিছুকাল পরেই দুষ্টেরা শেষ হয়ে যাবে;খুঁজলেও তাদের জায়গায় তাদের পাওয়া যাবে না।

11. কিন্তু নম্র লোকেরা দেশের দখল পাবে;প্রচুর আশীর্বাদ পেয়ে তারা আনন্দে মাতবে।

12. ঈশ্বরভক্তদের বিরুদ্ধে দুষ্টেরা মতলব আঁটেআর তাদের বিরুদ্ধে দাঁতে দাঁত ঘষে।

13. প্রভু জানেন দুষ্টদের শেষ দিন ঘনিয়ে এসেছে,সেজন্যই তাদের দেখে তিনি হাসেন।

14. দুঃখী ও অভাবীদের সর্বনাশ করার জন্য,সৎ পথে চলা লোকদের মেরে ফেলবার জন্য,দুষ্টেরা তলোয়ার বের করে আর ধনুকে টান দেয়।

15. কিন্তু তাদের তলোয়ার তাদের বুকেই ঢুকবেআর তাদের ধনুক ভেংগে যাবে।

16. অনেক দুষ্ট লোকের প্রচুর ধন আছে,কিন্তু ঈশ্বরভক্তদের যেটুকু আছে সেটুকুই ভাল।

17. দুষ্টদের হাত ভেংগে যাবে,কিন্তু সদাপ্রভু ঈশ্বরভক্তদের ধরে রাখবেন।

গীতসংহিতা 37