24. পড়ে গেলেও তারা পড়ে থাকবে না,কারণ সদাপ্রভুর হাতই তাদের ধরে রাখছে।
25. আমি যুবক ছিলাম, এখন বুড়ো হয়েছি,কিন্তু ঈশ্বরভক্তদের ত্যাগ করা হয়েছেকিম্বা তাদের বংশধরদের ভিক্ষা করতে হচ্ছেএমন আমি দেখি নি।
26. ঈশ্বরভক্তেরা সব সময় দয়ালু হয় আর ধার দেয়;তাদের বংশধরেরা আশীর্বাদ পাবে।
27. মন্দতা ত্যাগ কর আর ভাল কাজ কর,তাতে চিরকাল বেঁচে থাকবে।