1. তুমি দুষ্ট লোকদের বিষয় নিয়ে উতলা হোয়ো না,কিম্বা অন্যায়কারীদের দেখে হিংসা কোরো না;
2. কারণ ঘাসের মতই তারা তাড়াতাড়ি শুকিয়ে যাবেআর সবুজ লতা-গুল্মের মতই বেশী দিন টিকবে না।
3. সদাপ্রভুর উপর বিশ্বাস রাখ আর ভাল কাজ কর;নিজের দেশে বাস কর, বিশ্বস্তভাবে চল।
4. সদাপ্রভুকে নিয়ে আনন্দে মেতে থাক;তোমার মনের ইচ্ছা তিনিই পূরণ করবেন।