8. তোমার ঘরের প্রচুর খাবার খেয়ে তারা তৃপ্ত হয়;তোমার আনন্দ-নদীর জল তুমি তাদের খেতে দাও।
9. তোমার মধ্যে জীবনের ফোয়ারা রয়েছে;তোমার আলোতেই আমরা আলো দেখি।
10. যারা তোমাকে জানেতাদের প্রতি যেন তোমার অটল ভালবাসা সব সময় থাকে;যাদের অন্তর খাঁটি তারা যেন সব সময় তোমার ন্যায়বিচার পায়।
11. আমাকে অহংকারীদের পায়ের তলায় ফেলো না;দুষ্টেরা যেন আমাকে তাড়িয়ে দিতে না পারে।