গীতসংহিতা 36:1-3 পবিত্র বাইবেল (SBCL)

1. দুষ্টদের অপরাধ সম্বন্ধে আমার অন্তর ঈশ্বরের এই বাণী পেয়েছে,“দুষ্টেরা ঈশ্বরকে ভয় করে না।”

2. তারা নিজেদের বিষয়ে বড়াই করে বলে যে,ঈশ্বর তাদের পাপ ধরবেন না,ঘৃণার চোখেও দেখবেন না।

3. তাদের মুখের কথা মন্দ ও ছলনায় পূর্ণ;বুদ্ধিমানের মত চলা তারা বাদ দিয়েছে,আর বাদ দিয়েছে ভাল কাজ করা।

গীতসংহিতা 36