6. তাদের পথ অন্ধকার ও পিছল হোক;হ্যাঁ, সদাপ্রভুর দূত তাদের তাড়া করুন।
7. তারা অকারণে আমার জন্য গর্তের উপর গোপনে জাল পেতেছে,বিনা কারণে আমার জন্য গর্ত খুঁড়েছে।
8. তাই হঠাৎ তাদের উপর সর্বনাশ নেমে আসুক;তাদের গোপন জালে তারাই ধরা পড়ুক,সেই সর্বনাশে তারাই পড়ুক।
9. তখন সদাপ্রভুকে নিয়ে আমি আনন্দিত হব;তাঁর দেওয়া উদ্ধারে আমি আনন্দ করব।
10. আমার সমস্ত শরীর তখন বলবে,“হে সদাপ্রভু, আর কে আছে তোমার মত?তুমিই তো দুঃখীদের উদ্ধার করে থাক তাদের শত্রুদের হাত থেকেযারা তাদের চেয়ে শক্তিশালী;যারা লুটপাট করে তাদের হাত থেকেতুমি দুঃখী ও অভাবীদের উদ্ধার করে থাক।”