4. যারা আমাকে মেরে ফেলতে চাইছেতারা লজ্জা ও অসম্মানে পড়ুক;যারা আমার সর্বনাশের ষড়যন্ত্র করছেতারা অপমানিত হয়ে ফিরে যাক।
5. তারা বাতাসের মুখে তুষের মত উড়ে যাক;হ্যাঁ, সদাপ্রভুর দূত তাদের তাড়িয়ে দিন।
6. তাদের পথ অন্ধকার ও পিছল হোক;হ্যাঁ, সদাপ্রভুর দূত তাদের তাড়া করুন।
7. তারা অকারণে আমার জন্য গর্তের উপর গোপনে জাল পেতেছে,বিনা কারণে আমার জন্য গর্ত খুঁড়েছে।
8. তাই হঠাৎ তাদের উপর সর্বনাশ নেমে আসুক;তাদের গোপন জালে তারাই ধরা পড়ুক,সেই সর্বনাশে তারাই পড়ুক।