25. মনে মনে তাদের বলতে দিয়ো না,“বেশ! বেশ! যা আমরা চেয়েছিলাম তা-ই হয়েছে।”তাদের বলতে দিয়ো না, “আমরা ওকে শেষ করে দিয়েছি।”
26. আমার বিপদ দেখে যারা আনন্দ করেতারা সবাই লজ্জিত ও অপমানিত হোক;যারা আমার উপরে নিজেদের তুলে ধরেতারা লজ্জা আর অপমানে ঢাকা পড়ুক।
27. আমি ন্যায়পথে চলেছি, এ কথা যারা শুনতে ভালবাসেতারা খুশী হয়ে চিৎকার করুক আর আনন্দ করুক।তারা সব সময় বলুক, “সদাপ্রভুর গৌরব হোক;তাঁর দাসের মংগল হলে তিনি খুশী হন।”