গীতসংহিতা 35:18-21 পবিত্র বাইবেল (SBCL)

18. মহাসভার মধ্যে আমি তোমাকে ধন্যবাদ দেবআর অসংখ্য লোকের মধ্যে তোমার গুণগান করব।

19. মিথ্যা কারণে যারা আমার শত্রু হয়েছেতুমি আমাকে তাদের তামাশার পাত্র হতে দিয়ো না;অকারণে যারা আমাকে ঘৃণা করেআমার বিরুদ্ধে তাদের চোখ টেপাটিপি করতে দিয়ো না।

20. তাদের কথাগুলো শান্তির দিকে নয়;দেশে যারা শান্তিতে বাস করছে তাদের বিরুদ্ধেতারা ছলনা-ভরা মতলব করে।

21. আমার বিরুদ্ধে তারা মুখ ভেংগিয়ে বলেছে,“হ্যাঁ, হ্যাঁ, আমরা নিজের চোখেই দেখেছি।”

গীতসংহিতা 35