গীতসংহিতা 35:12-19 পবিত্র বাইবেল (SBCL)

12. মংগলের বদলে তারা আমার অমংগল করছে;হায়, কি দুর্ভাগা আমি!

13. তবুও তাদের অসুস্থতার সময় আমি চট পরেছি,উপবাস করে নিজেকে ভেংগে চুরমার করেছি;কিন্তু আমার প্রার্থনা আমার কাছেই ফিরে এসেছে।

14. ভাই ও বন্ধু-হারার মত আমি তাদের জন্য শোক প্রকাশ করেছি;শোক প্রকাশের সময় মা-হারার মত মাথা নীচু করেছি।

15. কিন্তু আমি যখন উছোট খেলামতখন তারা খুশী হয়ে একজোট হল।সেই সব আক্রমণকারীরা আমার অজান্তেআমার বিরুদ্ধে একজোট হল।তারা আমাকে অনবরত গাল-মন্দ করতে লাগল।

16. উৎসবের সময়ে ঈশ্বরের প্রতি ভক্তিহীন ঠাট্টাকারীদের মতআমার বিরুদ্ধে তারা দাঁতে দাঁত ঘষতে লাগল।

17. হে প্রভু, আর কতকাল তুমি এ সব দেখবে?তাদের অত্যাচার থেকে আমাকে রক্ষা কর;এই সব সিংহদের হাত থেকে আমার বহুমূল্য জীবন বাঁচাও।

18. মহাসভার মধ্যে আমি তোমাকে ধন্যবাদ দেবআর অসংখ্য লোকের মধ্যে তোমার গুণগান করব।

19. মিথ্যা কারণে যারা আমার শত্রু হয়েছেতুমি আমাকে তাদের তামাশার পাত্র হতে দিয়ো না;অকারণে যারা আমাকে ঘৃণা করেআমার বিরুদ্ধে তাদের চোখ টেপাটিপি করতে দিয়ো না।

গীতসংহিতা 35