গীতসংহিতা 34:15-18 পবিত্র বাইবেল (SBCL)

15. যারা ন্যায়ের পথে চলে তাদের উপরে সদাপ্রভুর চোখ আছে;তাদের ডাক শোনার জন্য তাঁর কান খোলাই রয়েছে।

16. যারা মন্দ কাজ করে সদাপ্রভু তাদের বিরুদ্ধে দাঁড়ান,যাতে পৃথিবীর বুক থেকে তাদের নাম মুছে যায়।

17. যারা ন্যায় কাজ করে সদাপ্রভু তাদের কান্না শোনেন;সমস্ত কষ্ট থেকে তিনি তাদের উদ্ধার করেন।

18. যাদের মন ভেংগে গেছে সদাপ্রভু তাদের কাছে থাকেন;যাদের অন্তর চুরমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন।

গীতসংহিতা 34