গীতসংহিতা 34:1-5 পবিত্র বাইবেল (SBCL)

1. আমি সব সময় সদাপ্রভুর গৌরব করব;আমার মুখে তাঁর গুণগান লেগেই থাকবে।

2. আমি সদাপ্রভুকে নিয়ে গর্ব করব;তা শুনে দুঃখীরা আনন্দ পাবে।

3. তোমরা আমার সংগে সদাপ্রভুর মহিমার কথা বল;এস, আমরা একসংগে তাঁর গৌরব করি।

4. আমি সদাপ্রভুকে ডাকলাম,তিনি আমার ডাকে সাড়া দিলেন;আমার সমস্ত ভয় থেকে তিনি আমাকে উদ্ধার করলেন।

5. লোকে তাঁর দিকে যখন বিশ্বাসের চোখে চায়তখন তাদের মুখ উজ্জ্বল হয়ে ওঠে;তাদের মুখে লজ্জার ভাব দেখা দেয় না।

গীতসংহিতা 34