6. সদাপ্রভুর কথায় মহাকাশ তৈরী হয়েছে;তার মধ্যেকার সব কিছু তৈরী হয়েছে তাঁর মুখের শ্বাসে।
7. তিনি সমুদ্রের জল জড়ো করে ঢিবি করেন,আর বিভিন্ন ভাণ্ডারে সেই গভীর জল রাখেন।
8. পৃথিবীর সব লোক সদাপ্রভুকে ভক্তি করুক,জগতের সবাই তাঁর ভয়ে কাঁপুক;
9. কারণ তিনি বললেন আর সব কিছুর সৃষ্টি হল;তিনি আদেশ দিলেন আর সব কিছু প্রতিষ্ঠিত হল।
10. সব জাতির পরিকল্পনা সদাপ্রভুই অকেজো করেন;তাদের চিন্তাগুলো তিনিই বিফল করেন।
11. কিন্তু সদাপ্রভুর পরিকল্পনা চিরকাল টিকে থাকে;তাঁর মন যুগ যুগ ধরেই স্থির থাকে।
12. ধন্য সেই জাতি, যার ঈশ্বর সদাপ্রভু;সেই লোকেরা ধন্য,যাদের তিনি নিজের সম্পত্তি হিসাবে বেছে নিয়েছেন।
13. সদাপ্রভু স্বর্গ থেকে নীচে তাকিয়ে দেখেনআর সমস্ত মানুষকে লক্ষ্য করেন।
14. যারা পৃথিবীতে বাস করেতাঁর বাসস্থান থেকে তিনি তাদের খেয়াল করেন।