4. সদাপ্রভুর বাক্য সত্য,তাঁর সব কাজে তিনি বিশ্বস্ত।
5. সদাপ্রভু ন্যায় কাজ ও ন্যায়বিচার ভালবাসেন;সারা পৃথিবী জুড়ে আছে তাঁর অটল ভালবাসা।
6. সদাপ্রভুর কথায় মহাকাশ তৈরী হয়েছে;তার মধ্যেকার সব কিছু তৈরী হয়েছে তাঁর মুখের শ্বাসে।
7. তিনি সমুদ্রের জল জড়ো করে ঢিবি করেন,আর বিভিন্ন ভাণ্ডারে সেই গভীর জল রাখেন।
8. পৃথিবীর সব লোক সদাপ্রভুকে ভক্তি করুক,জগতের সবাই তাঁর ভয়ে কাঁপুক;
9. কারণ তিনি বললেন আর সব কিছুর সৃষ্টি হল;তিনি আদেশ দিলেন আর সব কিছু প্রতিষ্ঠিত হল।
10. সব জাতির পরিকল্পনা সদাপ্রভুই অকেজো করেন;তাদের চিন্তাগুলো তিনিই বিফল করেন।
11. কিন্তু সদাপ্রভুর পরিকল্পনা চিরকাল টিকে থাকে;তাঁর মন যুগ যুগ ধরেই স্থির থাকে।