1. হে ঈশ্বরভক্ত লোকেরা, সদাপ্রভুর বিষয় নিয়েতোমরা আনন্দ-গান কর;তাঁর গুণগান করা খাঁটি লোকদেরই কাজ।
2. বীণা বাজিয়ে সদাপ্রভুকে ধন্যবাদ দাও;তাঁর উদ্দেশে দশ তারের বীণা বাজাও।
3. তাঁর উদ্দেশে নতুন গান গাও,পাকা হাতে বাজনা বাজাও আর আনন্দে চিৎকার কর।
4. সদাপ্রভুর বাক্য সত্য,তাঁর সব কাজে তিনি বিশ্বস্ত।
5. সদাপ্রভু ন্যায় কাজ ও ন্যায়বিচার ভালবাসেন;সারা পৃথিবী জুড়ে আছে তাঁর অটল ভালবাসা।