21. ধন্য সদাপ্রভু।ঘেরাও করা শহরের মধ্যে তাঁর অটল ভালবাসাআশ্চর্যভাবে তিনি আমাকে দেখিয়েছিলেন।
22. আমি ভয় পেয়ে বলেছিলাম,“তোমার কাছ থেকে আমি বিচ্ছিন্ন হয়ে পড়েছি”;কিন্তু সাহায্যের জন্য যখন আমি তোমাকে ডেকেছিলামতখন তুমি আমার মিনতি শুনেছিলে।
23. হে সমস্ত ঈশ্বরভক্ত লোক, তোমরা সদাপ্রভুকে ভালবেসো।সদাপ্রভুই বিশ্বস্তদের রক্ষা করেনকিন্তু অহংকারীদের তিনি পুরোপুরি শাস্তি দেন।