1. হে সদাপ্রভু, আমি তোমারই মধ্যে আশ্রয় নিয়েছি;আমাকে কখনো লজ্জায় পড়তে দিয়ো না;তোমার ন্যায়বিচারের জোরে আমাকে তুমি রক্ষা কর।
2. আমার কথায় কান দাও;আমাকে উদ্ধার করতে তুমি তাড়াতাড়ি এস।আমাকে রক্ষা করার জন্য তুমি আমার আশ্রয়-পাহাড় হওআর আমার দুর্গ হও।
3. তুমিই আমার আশ্রয়-পাহাড় ও আমার দুর্গ;তোমার সুনাম রক্ষার জন্য আমাকে তুমি পথ দেখাবেআর চালিয়ে নিয়ে যাবে।
4. আমার জন্য গোপনে পেতে রাখা জাল থেকেতুমি আমাকে উদ্ধার করবে,কারণ তুমিই তো আমার আশ্রয়।
5. আমি তোমার হাতেই আমার আত্মা তুলে দিলাম,কারণ হে সদাপ্রভু, বিশ্বস্ত ঈশ্বর,তুমিই আমাকে মুক্ত করেছ।
6. যারা অসার প্রতিমাকে ভক্তি করে আমি তাদের ঘৃণা করি;কিন্তু আমি সদাপ্রভুর উপর নির্ভর করি।
7. তোমার অটল ভালবাসা পেয়েছি বলেআমি আনন্দ করব, খুশী হব;কারণ তুমি তো আমার দুঃখ দেখেছ,আর আমার কষ্টের কথা জান।
8. তুমি শত্রুদের হাতে আমাকে আট্কে রাখ নি,বরং একটা খোলা জায়গায় আমাকে দাঁড় করিয়েছ।
9. হে সদাপ্রভু, আমাকে দয়া কর,কারণ আমি কষ্টের মধ্যে আছি;দুঃখে আমার চোখ ও আমার দেহ-মন দুর্বল হয়ে পড়ছে।
10. যন্ত্রণায় আমার জীবন গেল,আর কোঁকাতে কোঁকাতে বয়স গেল;অন্যায় করার দরুন আমার শক্তি কমে যাচ্ছে,আমার হাড়গুলো দুর্বল হয়ে পড়ছে।