গীতসংহিতা 30:3-7 পবিত্র বাইবেল (SBCL)

3. হে সদাপ্রভু, তুমি আমাকে মৃতস্থান থেকে তুলে এনেছ;তুমিই আমাকে বাঁচিয়ে রেখেছযেন সেই গর্তে আমাকে নেমে যেতে না হয়।

4. হে সদাপ্রভুর ভক্তেরা, তোমরা তাঁর উদ্দেশে গান গাও,তাঁর পবিত্রতার গৌরব কর;

5. কারণ তাঁর ক্রোধ বেশীক্ষণ থাকে না;তাঁর দয়ায় জীবন পাওয়া যায়।কেবল রাতটুকু কাটে কান্নায়,কিন্তু ভোর বেলাতেই আসে আনন্দ।

6. সুখের দিনে আমি বলেছিলাম,কেউ আমাকে নাড়াতে পারবে না।

7. হে সদাপ্রভু, তুমি দয়া দিয়ে আমার রাজ্য অটল রেখেছ,কিন্তু যখন তুমি মুখ ফিরালেতখন আমি ভীষণ ভয় পেলাম।

গীতসংহিতা 30