গীতসংহিতা 28:5-8 পবিত্র বাইবেল (SBCL)

5. সদাপ্রভুর হাত যে কাজ করেছেতার প্রতি তারা মনোযোগ দেয় নি,কাজেই তিনি তাদের ধ্বংস করবেন, আবার গড়বেন না।

6. ধন্য সদাপ্রভু, তিনি আমার মিনতি শুনেছেন।

7. সদাপ্রভুই আমার শক্তি ও আমার ঢাল;আমার অন্তর তাঁর উপরে নির্ভর করে,তাই আমি সাহায্য পেয়েছি;সেইজন্য আমার অন্তর আনন্দে ভরে উঠেছে,আর আমি গানের মধ্য দিয়ে তাঁকে ধন্যবাদ দেব।

8. সদাপ্রভুই তাঁর লোকদের শক্তি;তিনিই তাঁর অভিষেক করা লোকের রক্ষাকারী দুর্গ।

গীতসংহিতা 28