1. হে সদাপ্রভু, আমার আশ্রয়-পাহাড়, আমি তোমাকেই ডাকছি।তুমি আমার কথায় কান বন্ধ করে থেকো না,কারণ তুমি যদি চুপ করে থাকতবে যারা মৃতস্থানে নেমে গেছেতাদের মতই আমার দশা হবে।
2. সাহায্যের জন্য আমি যখন তোমাকে ডাকিআর তোমার মহাপবিত্র স্থানের দিকে হাত উঠাই,তখন তুমি আমার মিনতি শুনো।