গীতসংহিতা 24:5-9 পবিত্র বাইবেল (SBCL)

5. সে সদাপ্রভুর কাছ থেকে আশীর্বাদ পাবে;সে যে তাঁরই ইচ্ছামত চলছেতার উদ্ধারকর্তা ঈশ্বর তা দেখিয়ে দেবেন।

6. এই রকম লোকেরা সদাপ্রভুর উপাসনা করে,তারা তাঁর মুখের দিকে তাকায়;এরাই যাকোবের বংশ। [সেলা]

7. হে শহরের ফটক, তোমাদের মাথা আরও উপরে তোল;হে পুরানো দিনের দরজা, তোমাদের পাল্লা সম্পূর্ণভাবে খুলে যাক;গৌরবের রাজা ভিতরে ঢুকবেন।

8. এই গৌরবের রাজা কে?তিনি সদাপ্রভু, যিনি শক্তিশালী ও মহান;সেই সদাপ্রভু, যিনি যুদ্ধে মহান।

9. হে শহরের ফটক, তোমাদের মাথা আরও উপরে তোল;হে পুরানো দিনের দরজা, তোমাদের পাল্লা সম্পূর্ণভাবে খুলে যাক;গৌরবের রাজা ভিতরে ঢুকবেন।

গীতসংহিতা 24