1. পৃথিবী ও তার মধ্যেকার সব কিছু সদাপ্রভুর;জগৎ ও তার মধ্যে যারা বাস করে তারাও তাঁর;
2. কারণ তিনিই গভীর জলের উপরে ভূমির ভিত্তি গাঁথলেন,আর সেই ভূমি মাটির নীচের জলের উপরে ধরে রাখলেন।
3. কে সদাপ্রভুর পাহাড়ে ওঠার যোগ্য?তাঁর পবিত্র জায়গায় দাঁড়াবার যোগ্য কে?