4. তোমার উপরেই নির্ভর করতেন আমার পূর্বপুরুষেরা;তাঁরা নির্ভর করতেন, আর তুমি তাঁদের রক্ষা করতে।
5. তাঁরা তোমার কাছে কাঁদতেন আর রক্ষা পেতেন;তোমার উপর নির্ভর করে তাঁরা লজ্জায় পড়তেন না।
6. কিন্তু আমি তো কেবল একটা পোকা, মানুষ নই;লোকে আমাকে টিট্কারি দেয়আর মানুষ আমাকে তুচ্ছ করে।
7. যারা আমাকে দেখে তারা সবাই আমাকে ঠাট্টা করে।তারা আমাকে মুখ ভেংগায়, আর মাথা নেড়ে বলে,
8. “ও তো সদাপ্রভুর উপর নির্ভর করে,তাহলেই তিনিই ওকে রক্ষা করুন;তিনিই ওকে উদ্ধার করুন,কারণ ওর উপর তিনি সন্তুষ্ট।”
9. মায়ের গর্ভ থেকে তুমিই আমাকে বের করে এনেছ;যখন আমি মায়ের দুধ খেতামতখন তোমার উপর আমার নির্ভরতা তুমিই জাগিয়েছ।
10. জন্মের পরেই আমাকে তোমার হাতে দেওয়া হয়েছে;জন্ম থেকে তুমিই আমার ঈশ্বর হয়েছ।
11. তুমি আমার কাছ থেকে দূরে থেকো না,কারণ আমার বিপদ কাছে এসে পড়েছে,আমার সাহায্যকারী কেউ নেই।
12. আমার চারপাশে রয়েছে যেন ষাঁড়ের দল;যেন বাশন দেশের শক্তিশালী ষাঁড়গুলো আমাকে ঘিরে ধরেছে।
13. শিকারের খোঁজে সিংহ যেমন গর্জন করে,তেমনি করে তারা আমার বিরুদ্ধে মুখ হাঁ করেছে।
14. আমাকে জলের মত করে ঢেলে ফেলা হয়েছে,আমার সমস্ত হাড়ের জোড়া খুলে গেছে,আমার অন্তর মোমের মত হয়েআমার ভিতরে গলে গলে পড়ছে।