গীতসংহিতা 22:21-25 পবিত্র বাইবেল (SBCL)

21. ঐ সব সিংহের মুখ থেকে তুমি আমাকে উদ্ধার কর।তুমি ঐ সব বুনো ষাঁড়ের শিংয়ের হাত থেকেআমাকে রক্ষা করলে।

22. ভাইদের কাছে আমি তোমার বিষয় প্রচার করবআর সমাজের মধ্যে তোমার গুণগান করব।

23. তোমরা যারা সদাপ্রভুকে ভক্তি কর, তোমরা তাঁর গৌরব কর।যাকোবের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁকে সম্মান দেখাও।ইস্রায়েলের সমস্ত বংশধরেরা, তোমরা তাঁকে শ্রদ্ধা জানাও।

24. দুঃখীর দুঃখ দেখে তাকে তিনি তুচ্ছ কিম্বা অগ্রাহ্য করেন নি;তিনি তার কাছ থেকে নিজের মুখ ফিরান নি,বরং সাহায্যের জন্য তিনি তার অনুরোধ শুনেছেন।

25. বড় সভার মধ্যে আমার যে প্রশংসাতা তোমার কাছ থেকেই আসে;তোমার উপর যাদের ভক্তিপূর্ণ ভয় আছেতাদের সামনেই আমার সব মানত আমি পূরণ করব।

গীতসংহিতা 22