7. সদাপ্রভুর উপরেই রাজা নির্ভর করেন;মহান ঈশ্বরের অটল ভালবাসা তাঁকে স্থির রাখবে।
8. তোমার হাতই তোমার সব শত্রুদের ধরবে;যারা তোমাকে ঘৃণা করে তোমার ডান হাত তাদের ধরবে।
9. তোমার প্রকাশকালে তুমি তাদের করে তুলবেচুলার জ্বলন্ত কয়লার মত।সদাপ্রভু ক্রোধে তাদের গিলে ফেলবেন,তাঁর আগুন তাদের পুড়িয়ে ফেলবে।
10. পৃথিবীর বুক থেকে তাদের বংশধরদেরতুমি ধ্বংস করে ফেলবে;ধ্বংস করে দেবে তাদের বংশ মানুষের মধ্য থেকে।
11. যদিও তারা তোমার বিরুদ্ধেদুষ্ট ষড়যন্ত্র আর কুমতলব করেছে,তবুও তারা তাতে সফল হতে পারবে না;
12. কারণ তুমি তাদের মুখ লক্ষ্য করেযখন তোমার ধনুকে টান দেবে,তখন তাদের পালিয়ে যেতে তুমি বাধ্য করবে।