গীতসংহিতা 21:1-6 পবিত্র বাইবেল (SBCL)

1. হে সদাপ্রভু, তোমার শক্তি দেখে রাজা আনন্দিত হন;তুমি তাঁকে জয় দান করলে তিনি কত খুশী হন।

2. তুমি তাঁর মনের ইচ্ছা পূরণ করেছ,তাঁর মুখের কথা অগ্রাহ্য কর নি। [সেলা]

3. মংগলের অনেক আশীর্বাদ নিয়েতুমি তাঁকে এগিয়ে আনতে গেছ,তাঁর মাথায় দিয়েছ খাঁটি সোনার মুকুট।

4. তিনি তোমার কাছে জীবন চেয়েছিলেন,আর তুমি তাঁকে তা দিয়েছ;তুমি তাঁকে দিয়েছ অশেষ আয়ু।

5. তোমার দেওয়া জয় তাঁর সম্মান বাড়িয়েছে;তুমি তাঁকে দিয়েছ গৌরব ও মহিমা।

6. তুমি তাঁকে চিরস্থায়ী আশীর্বাদ করেছ;তোমার উপস্থিতির আনন্দে তাঁকে আনন্দিত করেছ।

গীতসংহিতা 21