গীতসংহিতা 2:1-7 পবিত্র বাইবেল (SBCL)

1. কেন অস্থির হয়ে চেঁচামেচি করছে সমস্ত জাতির লোক?কেন লোকেরা মিছামিছি ষড়যন্ত্র করছে?

2. সদাপ্রভু ও তাঁর মশীহের বিরুদ্ধে পৃথিবীর রাজারা একসংগে দাঁড়াচ্ছেআর শাসনকর্তারা করছে গোপন বৈঠক।

3. তারা বলছে, “এস, আমরা ভেংগে ফেলি ওদের শিকল,ছিঁড়ে ফেলি ওদের বাঁধন আমাদের উপর থেকে।”

4. সদাপ্রভু স্বর্গের সিংহাসন থেকে হাসছেন;তিনি তাদের বিদ্রূপ করছেন।

5. তিনি ভীষণ অসন্তুষ্ট হয়ে তাদের ধমক দেবেন,তাঁর ক্রোধের আগুন তাদের মনে ভয় জাগাবে।

6. সদাপ্রভু বলবেন, “আমি যাঁকে রাজা করেছিতাঁকে আমার পবিত্র সিয়োন পাহাড়ে বসিয়েছি।”

7. রাজা বলবেন, “সদাপ্রভু যা স্থির করেছেনআমি তা ঘোষণা করব;তিনি আমাকে বলেছেন, ‘তুমি আমার পুত্র,আজই আমি তোমার পিতা হলাম।

গীতসংহিতা 2