গীতসংহিতা 18:32-49 পবিত্র বাইবেল (SBCL)

32. ঈশ্বরই আমার কোমরে শক্তি দিয়েছেনআর নিখুঁত করেছেন আমার চলার পথ।

33. তিনি আমাকে হরিণীর মত করে লাফিয়ে চলার শক্তি দিয়েছেন;উঁচু উঁচু জায়গায় তিনিই আমাকে দাঁড় করিয়েছেন।

34. তাঁর কাছ থেকেই আমার হাত যুদ্ধ করতে শিখেছে,তাই আমার হাত ব্রোঞ্জের ধনুক বাঁকাতে পারে।

35. হে সদাপ্রভু, তোমার রক্ষাকারী ঢাল তুমি আমাকে দিয়েছ,তোমার ডান হাত আমাকে ধরে আছে;তোমার যত্ন দিয়ে তুমি আমাকে মহান করেছ।

36. তুমি আমার চলার পথ চওড়া করেছ,তাই আমার পায়ে উছোট লাগে নি।

37. আমার শত্রুদের তাড়া করে আমি ধরে ফেলেছি;তারা ধ্বংস না হওয়া পর্যন্ত আমি পিছন ফিরি নি।

38. আমি তাদের চুরমার করে দিয়েছি,যাতে তারা আর উঠতে না পারে;তারা আমার পায়ের তলায় পড়েছে।

39. তুমিই আমার কোমরে যুদ্ধ করার শক্তি দিয়েছ,আমার বিপক্ষদের আমার পায়ে নত করেছ।

40. আমার শত্রুদের তুমি আমার কাছ থেকে পালাতে বাধ্য করেছ;যারা আমাকে ঘৃণা করে তাদের আমি ধ্বংস করেছি।

41. তারা সাহায্যের জন্য চিৎকার করেছে,কিন্তু কেউ তাদের রক্ষা করতে আসে নি।তারা সদাপ্রভুর কাছে চিৎকার করেছে,কিন্তু তিনিও তাদের উত্তর দেন নি।

42. বাতাসে বয়ে নিয়ে যাওয়া ধুলার মত আমি তাদের গুঁড়া করেছি,রাস্তার কাদা-মাটির মত করে তাদের ফেলে দিয়েছি।

43. হে সদাপ্রভু, লোকদের বিদ্রোহ থেকেতুমি আমাকে উদ্ধার করেছ,অন্য জাতিদের উপরে আমাকে কর্তা করেছ;আমি যাদের চিনতাম না তারাও আমার অধীন হয়েছে।

44. আমার কথা শুনলেই তারা আমার অধীনতা স্বীকার করে;বিরুদ্ধ মনোভাব নিয়ে বিদেশীরা আমার বাধ্য হয়।

45. তারা নিরাশ হয়ে পড়ে;তারা কাঁপতে কাঁপতে দুর্গ থেকে বের হয়।

46. সদাপ্রভু জীবন্ত।আমার আশ্রয়-পাহাড়ের গৌরব হোক।আমার উদ্ধারকর্তা ঈশ্বরের সম্মান বৃদ্ধি হোক।

47. তিনিই অন্য জাতিদের আমার অধীনে আনেনআর আমার হয়ে তাদের পাওনা শাস্তি দেন।

48. তিনি শত্রুদের হাত থেকে আমাকে রক্ষা করেন।হে ঈশ্বর, তুমি আমাকে শত্রুদের উপরে তুলেছ,অত্যাচারী লোকদের হাত থেকে তুমিই আমাকে রক্ষা করেছ।

49. হে সদাপ্রভু, এইজন্য অন্য জাতিদের মধ্যেআমি তোমার গৌরব প্রকাশ করবআর তোমার সুনাম গাইব।

গীতসংহিতা 18