গীতসংহিতা 18:22-34 পবিত্র বাইবেল (SBCL)

22. তাঁর সমস্ত আইন-কানুন আমার সামনে রয়েছে;তাঁর নিয়ম থেকে আমি সরে যাই নি।

23. তাঁর সামনে আমি নির্দোষ ছিলাম;আমি পাপ থেকে দূরে থেকেছি।

24. তাই সদাপ্রভু আমাকে পুরস্কার দিয়েছেনতাঁর চোখে আমার ন্যায় কাজ অনুসারে,আমার কাজের শুচিতা অনুসারে।

25. হে সদাপ্রভু, তুমি বিশ্বস্তদের সংগে বিশ্বস্ত ব্যবহার কর,নির্দোষদের সংগে কর নির্দোষ ব্যবহার,

26. খাঁটিদের সংগে কর খাঁটি ব্যবহার,আর কুটিলদের দেখাও তোমার বুদ্ধির কৌশল।

27. তুমি দুঃখীদের রক্ষা করে থাক আর অহংকারীদের নীচে নামাও।

28. তুমিই আমার জীবন-বাতি জ্বালিয়ে রাখ;আমার ঈশ্বর সদাপ্রভু আমার অন্ধকারকে আলো করেন।

29. তোমার সাহায্যেই আমি সৈন্যদলের উপর ঝাঁপিয়ে পড়তে পারি,আর আমার ঈশ্বরের সাহায্যেলাফ দিয়ে দেয়াল পার হতে পারি।

30. ঈশ্বরের পথে কোন খুঁত নেই;সদাপ্রভুর বাক্য খাঁটি বলে প্রমাণিত হয়েছে।তিনিই তাঁর মধ্যে আশ্রয় গ্রহণকারী সকলের ঢাল।

31. একমাত্র সদাপ্রভু ছাড়া ঈশ্বর আর কে?আমাদের ঈশ্বর ছাড়া আর কি কেউ আশ্রয়-পাহাড় আছে?

32. ঈশ্বরই আমার কোমরে শক্তি দিয়েছেনআর নিখুঁত করেছেন আমার চলার পথ।

33. তিনি আমাকে হরিণীর মত করে লাফিয়ে চলার শক্তি দিয়েছেন;উঁচু উঁচু জায়গায় তিনিই আমাকে দাঁড় করিয়েছেন।

34. তাঁর কাছ থেকেই আমার হাত যুদ্ধ করতে শিখেছে,তাই আমার হাত ব্রোঞ্জের ধনুক বাঁকাতে পারে।

গীতসংহিতা 18