19. তিনি আমাকে একটা খোলা জায়গায় বের করে আনলেন;আমার উপর সন্তুষ্ট ছিলেন বলেইতিনি আমাকে উদ্ধার করলেন।
20. আমার ন্যায় কাজ অনুসারেই সদাপ্রভু আমাকে দান করলেন,আমার কাজের শুচিতা অনুসারে পুরস্কার দিলেন;
21. কারণ সদাপ্রভুর পথেই আমি চলফেরা করেছি;মন্দ কাজ করে আমার ঈশ্বরের কাছ থেকে সরে যাই নি।
22. তাঁর সমস্ত আইন-কানুন আমার সামনে রয়েছে;তাঁর নিয়ম থেকে আমি সরে যাই নি।
23. তাঁর সামনে আমি নির্দোষ ছিলাম;আমি পাপ থেকে দূরে থেকেছি।
24. তাই সদাপ্রভু আমাকে পুরস্কার দিয়েছেনতাঁর চোখে আমার ন্যায় কাজ অনুসারে,আমার কাজের শুচিতা অনুসারে।
25. হে সদাপ্রভু, তুমি বিশ্বস্তদের সংগে বিশ্বস্ত ব্যবহার কর,নির্দোষদের সংগে কর নির্দোষ ব্যবহার,
26. খাঁটিদের সংগে কর খাঁটি ব্যবহার,আর কুটিলদের দেখাও তোমার বুদ্ধির কৌশল।